জীবনের ঠিক মুহূর্ত আমার জানা নেই ।
জানা নেই কোন্ মুহূর্তে বাঁচতে হয়,
কোন্ মুহূর্তে হতে হয় মৃত ।
তাই প্রতিটা মুহূর্ত আমি বাঁচি;
যেমন ক'রে সূর্যের আলো চরাচর জুড়ে বাঁচে ।


সত্তায় বয়ে এনেছি আমি আনন্দ এক,
অন্তহীন অপূর্ব আনন্দ এক ।
তাই আমার বুকের ভেতর নিত্য উৎসব,
উষ্ণ অন্ধকারেও আমি রামধনু দেখি ।


কখনো পথে হোঁচট খাই,
আবার উঠি ।
এভাবেই উঠি আমি রমণীয় হয়ে ।
ভালো লাগে বেদনার সৃজনী পরশ ।


বাঁচার মুহূর্ত সুবিশাল,
তাই মনে থাকে না হতাশা ।
সমস্ত দুপুর জুড়ে বর্ষাকোমল রাধাচূড়ার গায়ে
রোদ্দুরের অভিসার দেখি ।।