চেয়ে দেখো,
মাঠে মাঠে নেমেছে ফের ছায়া ।
ফের বুঝি দুর্ভিক্ষ এল !
ফের তাহলে সেই আদিম তান্ডব,
সেই বাঁচার জন্য লড়াই !


ফের বুঝি কালোবাজারি জোঁকের উৎপাত !
হারু দত্ত, কালীধনের তান্ডব নর্তন !


না,    সে টি আর দিচ্ছি না হতে ।
আমাদের শিয়রে মৃত্যু হাত বোলাবে
আর  অতি সন্তপর্ণে নিদ্রায় ডুবে যাবো আমরা !


এবার পুঁড়ে যাওয়া মাটিকেও ফলাতে হবে ফসল ।
যৌবনজড়িমার সমস্ত লজ্জাকে তুচ্ছ করে,
আমরাই ফসল হয়ে ফলে উঠব' মাঠের পর মাঠ ।।