লও হে তোমার কঠোর হস্ত দিয়া,
হৃদয়ের যত মলিন স্বার্থ বক্ষেরে ছেদনিয়া ।
নভঃসম মোরে করো হে উদার, হৃদয়ে মৃত্তিময়,
ধর্মেরে যেন কর্মের দ্বারা করিতে পারি হে জয় ।
মস্তক মম অবনত করি তোমার চরণতলে,
উন্নত যেন করিতে পারি হে বিশাল বিশ্বদলে ।
নরহৃতে যেন জিনিতে পারি হে কোমল কন্ঠ দ্বারা,
মোর করে করো দানশীল ওই ভাস্কর কর পারা ।
সুখেদুখে যেন পারি হে করিতে নিজেরে সংবরণ,
মরণে স্মরণ করিলে চরণে লইতে পারি শরণ ।