কে সকাল চেনাবে আমায় ?
জাগে পূর্বাচল থেকে অনন্ত সম্রাট রক্তমুকুট শিরে পরে ।
উদাসীন স্বভাব তার
তবু যত্নশীল সে তো ধূলিকণা, শিশিরের তরে ।
কে জানাবে,
যাকে এত খুঁজে মরি, সে-ই আমায় রৌদ্রের উষ্ণ আদর দিয়ে ধরে ?