একদিন আমরা আমাদের কবুতরদের দেখা পাব,
আর 'দয়া' 'সৌন্দর্যে'র দিকে বাড়িয়ে দেবে হাত ।
একদিন সব মানুষের চুম্বনই হবে গান,
মানুষেরা হবে সাকী একএকজন ।
একদিন আর কেউ বন্ধ করবে না দুয়ার,
তালা দেওয়াটা হবে হাস্যকর ।
আর সবার হৃদয়ই যথেষ্ট হবে সবার থাকার জন্য ।


একদিন প্রত্যেকটি কথারই মানে হবে 'ভালোবাসা',
তখন কষ্ট করে কোনো শব্দের মানে খুঁজতে হবে না ।
একদিন সবার কথাই হবে সুরময়,
তখন কবিতা লেখার জন্য খুঁজতে হবে না ছন্দমিল ।


একদিন...
সবার ঠোঁট হবে বুলবুলি,
গান হবে সবার চুম্বন ।
সেদিন হয়তো থাকবো না,
তবে, সে দিন আসবেই নিশ্চয় ।।