ভাঙা চাঁদের আলোয় আমি
দেখেছিলাম তোমার মুখ,
আধো আলোয় তোমার অধরে রেখে হাত
পেয়েছিলাম যে সুখ;
শত ভয়ের মাঝে এ ছিল পরম পাওয়া
শত বাঁধার মুখে,
এ যেন তোমাকেই জয় করা।


তোমার কপোলে সেদিন এঁকে দেওয়া,
ঐ ছোট্ট চুমুর উল্কি;
খুব ইচ্ছে হয় জানতে
এখনো তোমার মনে আছে কি!!


আজও আমি জ্যোৎস্নাতে রাত জাগি
সেই বকুল তলায় ঠায় দাঁড়িয়ে থাকি।
তোমার দেখা পাবো বলে নয়,
তারপর ও যদি দেখা হয়ে যায়!!


আশার বাসা, বাঁধতে আমার দোষ কি!
২০ টি বছর থাকতে যদি পারি,
আরও পারব নয় কি!!!