এই শ্রাবণের প্রতিটি ফোঁটায়, লুকিয়ে থাকা স্নিগ্ধতা
কিংবা বৃষ্টি শেষের নীলাম্বরীর মুগ্ধতা,
এসব কিছু বড্ড মলিন,
বড় বেশি বেমানান মনে হয়,
ঠিক যখন তুমি সামনে এসে পর।


আমি পলক ফেলতে পারিনা! পাছে না
হাসির ভাঁজে লুকিয়ে থাকা কোন মুক্ত হারিয়ে ফেলি।
কণ্ঠস্বর কেউ চেপে ধরে রাখে!
স্বাভাবিক কথা বলা সেই আমিও,
খুব এলোমেলো হয়ে যাই;
সব কেমন যেন এলোমেলো হয়ে যায়।


তুমি কি জানো,
তোমার ঐ চোখের আমি একটা নাম দিয়েছি,
শুনে রাগ করতে পারো, তবুও বলছি-
"ঘায়েল চোখী"
যদি চোখ দিয়ে সত্যিই মানুষ খুন করা যেত
তবে এতোদিনে হয় তোমার ফাঁসি হতো
আর না হয় আমৃত্যু কারাবাস করতে!!
হে "ঘায়েল চোখী"


-----মানচিত্র  ১১.১০.১৯