আচ্ছা কাব্য, বলতে পারো
আকাশ ছেলে নাকি মেয়ে?
এটা কোন প্রশ্ন হলো,
হেসে উঠি উচ্চ স্বরে!
আকাশের বিশাল চিত্ত, বিশাল তার বুক
বিশাল হৃদয়ের বলেই,আকাশ একজন পুরুষ!!


কাব্য ঠিক বলোনি,
হিসেব তোমার ভুল!
মেয়েরা যেমন সাজতে ভালোবাসে,
আকাশ নিজেকে রাঙাতে ভালোবাসে;
প্রকৃতির রঙ যখন যেমন
আকাশ সাজে ঠিক সেরকম
আকাশ শুধু নীল নয়, কালো রঙের ও হয়
আকাশ কাঁদতে পারে, নারীদের মত করে!!


পাহাড় ছেলে নাকি মেয়ে বলতে পারবে?
পাহাড় যে ছেলে এটা সবাই জানে
নিশ্চুপ পাহাড়ের কঠোরতা-নীরবতা
এতো পুরষেরই অন্য রুপ,
যাকে তোমরাই বলো ব্যক্তিত্ব।


আজ-কাল কেমন যেন,
ভুল-ভাল ভীষণ বকো
তুমি পাহাড়ের গাম্ভীর্যতা দেখলে,
বুক চাপড়ানো কান্না দেখলেনা
পুরুষেরা কাঁদতে জানেনা, পাহাড় জানে!!


আর সমুদ্র??
সমুদ্র যে মেয়ে কে না জানে
সমুদ্রের ঐ নোনা জল,
ঠিক মেয়েদের, চাপা আর্তনাদের ফল!


কাব্য তুমি ভুল, পুরোটাই ভুল!
তুমি সমুদ্রের জল দেখলে,
গর্জন শুনতে পেলে না!
নারীদের তো পুরুষ শাসিত সমাজ,
এই গর্জন দিয়েই চুপ করিয়ে রাখে!!