বুকের ভেতর ঝিঁঝিঁ পোকা,
কষ্টের বীণ বাজায়
ভালো নেই, তবুও আছে
সবাইকে সে বোঝায়!


এযে শহুরে মিথ্যে অভিনয়,
যা তাকে প্রত্যেকদিন করতে হয়;
সারাদিন হাসি ফেরি করে
নিজেকেও মিছে হাসি হাসতে হয়।।


মনের ঘরের চার কোনায়
বাস করে যে ঘুনপোকায়
তার খুশিতে বেজায় খুশি
বোঝায় সে যে বারমাসি


এযে তার নিত্যদিনের অভিনয়
সকাল-সাঁঝে করতে হয়
ভীষণ ভালো সে আছে
সবাইকে তা বোঝায়!!


এই ইট-পাথরের শহর
মিথ্যাতে রাত মিথ্যেতে ভোর
সত্যেরা তাই ভয় ডরে
মিথ্যের মাঝেই বাস করে!!


সত্যেরা তাই ভয় ডরে,
মিথ্যের মাঝে বাস করে!!