আমি চাই একটা স্নিগ্ধ ভোর, শুভ্র সকাল
একটা সাজানো বিকেল
আলো-আঁধারির এক পশলা বৃষ্টি
আর তুমি সহ একটা রাত!!
যে রাতে, তোমাতে মিশে যেতে,
প্রকৃতির কোন বাঁধাই থাকবেনা।


প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এই বিশ্বাস নিয়ে-
আমি ঘুমোতে যাই;
প্রতিটা বিশ্বাসের সাথে, তীব্র আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন দেখি;
আর যখন আকাঙ্ক্ষা কামনার কাছে পরাজিত হয়,
তখন বুঝতে পারি;
আমি একা, একলা ঘরে ভীষণ একা, বড্ড নিঃসঙ্গ!!