যে হাতটা তুমি শক্ত করে ধরেছিলে;
আজও সেই হাত,
অন্য কাউকে ধরার সুযোগ দেইনি।


যে ঠোঁট তোমার ঠোঁটের স্পর্শে মোহিত হয়েছিল;
সেই ঠোঁটকে, পুড়িয়ে দিয়েছি বহু আগেই।


তোমার সামনে, একদিন কান্না করেছিলাম;
খুব যত্নে চোখের পানিটা মুছে দিয়েছিলে
এখন তুমি নেই!
না পাওয়ার কষ্ট ভীষণ রকম,
তবু কাঁদি না, নিশ্বাস আটকে আসে তবু এতটুকু কাঁদি না।


যে জ্যোৎস্নার আলোয় দুজনের ভেজার কথা ছিল;
সেই জ্যোৎস্নার রাতে চাদর টেনে ঘুমিয়ে পরি,
এখন আমার অমাবস্যাকেই বেশি আপন মনে হয়।।


আর বৃষ্টিতে কাউকে ভিজতে দেখলে, তাকিয়ে থাকি;
অপলক তাকিয়ে থাকি, চোখটা যেন পাথর হয়ে যায়
স্মৃতির গহ্বর খুঁড়ে কাউকে সে টেনে বাইরে আনতে চায়
বলতে চায়,
একসাথে আমাদেরও বৃষ্টিতে ভেজার কথা ছিল!!!