একুশ তুমি, বৃক্ষরাজির পাতা ঝরানো নিঃশব্দ বেদনা
একুশ তুমি, ছেলে হারানো দুখিনী মায়ের নিদারুণ যন্ত্রণা !
একুশ তুমি, ভাই হারানো মিষ্টি বোনের উন্মাদনা
একুশ তুমি, এই বঙ্গের সুমহান এক প্রেরণা।


একুশ তুমি, প্রিয়জন হারানো, হলুদ রাঙ্গানো নব বধুর অশ্রুসিক্ত মুখ!
একুশ তুমি, মায়ের ভাষায় ভাব প্রকাশের অমূল্য এক সুখ।
একুশ তুমি, বাবা হারানো শিশু কান্নার করুণ বিলাপ
একুশ তুমি, মাতা-কন্যার মুক্তা ঝরানো হাসিমাখা বাংলার সংলাপ।


একুশ তুমি, নতুন কুঁড়ি, নতুন ফুলের মন মাতানো সৌরভ
একুশ তুমি, বিশ্ব দুয়ারে উচ্চ শির বাংলার গৌরব।
একুশ তুমি, হঠাৎ আসা প্রকৃতির এক পশলা বৃষ্টি
একুশ তুমি, বাঙালী জাতির অনন্য এক সৃষ্টি।


একুশ তুমি, রফিক, শফিক, বরকত জব্বার
নাম না জানা, কত না ভাইয়ের সম্মান
ভাষার জন্য বিলিয়েছেন যাঁরা অকাতরে প্রাণ।
একুশ তুমি, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার বর্ণিল এক আভা
একুশ তুমি, স্বাধীন সার্বভৌম বাংলার অপরূপ এক শোভা।


একুশ তোমারই চেতনায়, ৬৬, ৬৯’র প্রেরণায়
হানাদার মুক্ত করতে আমরি বাংলায়
লক্ষ শহীদ বিলিয়েছে প্রাণ, হারিয়েছে মান;
অর্জনে জাতির সম্মান হিন্দু বৌদ্ধ খ্রীস্টান
একত্র লড়েছিলো বাংলার বীর মুসলমান।


একুশ তুমি, ইতিহাসের এক অনন্য অধ্যায় অম্লান
বাংলা আমার মাতৃভাষা, রাষ্ট্রভাষা
সে তো তোমারই প্রতিদান।
তোমাকেই স্মরণে, কালো কাপড় পরনে
অবনত চিত্তে, শহীদ মিনারের বৃত্তে
পুষ্পার্ঘ অর্পণে করি তোমাকেই শ্রদ্ধা
জানে দেশ, মানে বিদেশ
আমরাই ভাষার একমাত্র যোদ্ধা।