একটি হস্ত বিহীন কালো কটি
আবৃত করেছে সম্ভ্রম জন সাড়ে সাত কোটি।
একটি ধবধবে সাদা পাঞ্জাবি ধুতি
পৃথিবীতে ছড়িয়েছে সে আলোর দ্যুতি।
একটি কালো ফ্রেমের স্বচ্ছ দর্পণ
বন্দী পাখি মুক্ত আকাশে ইচ্ছা মত ডানা মেলে
উড়বার চিত্র ধারণকারী দূরদর্শন।


আকাশ পানে উচিয়ে রাখা একটি শাহাদত আঙ্গুল
ইশারায় তাঁর জালিমের মসনদ হয়েছে ভণ্ডুল।
একজন বক্তা, লক্ষ কোটি তাঁর শ্রোতা
একটি ভাষণ, শুরু হয় জন সমুদ্রের গর্জন
তছনছ করে দেয় প্রতাপশাহীর সিংহাসন।


তিনি তো সেই মহান লেখক, লক্ষ কোটি যাঁর পাঠক
লিখেছেন তিনি মহাকাব্য, তেরো শত তার বাক্য
হিমালয় থেকে বঙ্গোপসাগর তা বিস্তৃত
ইতিহাসের পাতায় যা স্বীকৃত।


*সাতাশি হাজার  রক্ত ভেজা পাতায়,
রচিত খঁচিত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত
সত্তরটি শব্দ, চৌষট্টি টি ধারা, আর আটটি তার অধ্যায়।


দীর্ঘ তেইশ বছরের সাধনা
নয় মাস ব্যাপী করেছেন রচনা ।
ত্রিশ লক্ষ কলম, লাল বর্ণের কালি
লক্ষ লক্ষ দোয়াত হয়েছে যার খালি।
কালির পরিমাণ, সেতো সাগর সমান,
সবুজ পাতায় এঁকেছেন তিনি লাল বৃত্ত
মহাকাব্যের স্মারক চিহ্ন সেতো দীপ্ত
কালো মেঘ সরিয়ে উড়িয়েছেন আসমান।  


মহাকাব্যের শিরোনাম, লক্ষ প্রাণ যার দাম
রক্ত মাখা কয়েকটি বর্ণের একটি মাত্র শব্দ
রবে সেতো শত সহস্র খ্রীষ্টাব্দ।
একটিই স্বপ্ন দেখেছিলেন যা সাড়ে সাত কোটি জনতা
মহাকাব্য সেতো ‘বাংলাদেশ’ ও তার ‘স্বাধীনতা’।


*সাতাশি হাজার শব্দ - বর্তমানে বাংলাদেশের গ্রাম সংখ্যা ৮৭১৯১টি-তথ্য উকিপিডিয়া