লাল সবুজের কেতন উড়ে
সুজলা সুফলা শস্য শ্যামলা
সার্বভৌম বাংলার বুক জুড়ে।
গ্রাম-গঞ্জ আর বন বাদার ঘুরে
বধ্য জমিন ইঙ্চি ইঙ্চি খুঁড়ে
হাজারো ভাইয়ের হাড় পাঁজরা তুলে
একটি একটি করে ফুঁড়ে
প্রেম সূতায় জুড়ে
দণ্ডায়মান করেছি আজ তারে।


বাবার শরীরের নরম মাংসপেশী
নরপিশাচের আঘাতে আঘাতে
হয়েছিল জমাট বাঁধা পাথর শক্ত,
পাশের জলাধারেই জমা ছিলো
চাচার গায়ের নিষ্কাশিত সব রক্ত।


ঐ যে দেখো শহীদ মিনার,
সেতো বাবার সেই মাংসপিণ্ড
কাকার রক্ত, দাদার চোখের লোনা জল
মিশ্রিত প্রলেপ মাখা কঙ্কাল
মোর লাখো শহীদ ভ্রাতা র।


মায়ের ছেঁড়া সবুজ আঁচল খানি
বোনের টকটকে লাল রক্তে ছিলো সিক্ত
বধ্যভূমি থেকে এনেছিলাম সব কুরে
শীর্ষদেশে বেঁধে কালো মেঘ ফুঁড়ে
দিলাম তাই আজ তারে উড়ে।