প্রসঙ্গ কথা : হুরুম মাকসুরা খিয়াম (রোদসী), মেয়ে, বয়স ৭ মাস। প্রতি দিন যথা সময়ে গোসলের আয়োজন, তেল মেখে রোদ্রস্নান তারপর প্রত্যহ স্নান। সাথে ভাই বোনের খুনসুটি আর দুষ্টামি সে এক হৃদয় হরণ করা দৃশ্য । মোবাইলে ক্যামেরা বন্দি হয়েছে সে ছবি । আর সেই ছবিকে ঘিরে আমার লেখা। ছবিটি আপলোড হওয়ার জায়গা থাকলে লেখাটা আরও স্পষ্ট হতো। যাই হউক ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়ে  পোস্ট করলাম।


ও কালো মেঘ তুই সরে যা দূর বহুদূরে
এক ফালি চাঁদ এসেছে আজ দুয়ারে
হাসে আর খেলে মোর বঁধুয়ার কোল জুড়ে।
সূর্যের উষ্ণ কিরণ মেখে করবে সে স্নান
চাঁদের ঐ বাঁকা হাঁসি বড্ড ভালোবাসি
কালো ছায়া দিয়ে তুই করিস না তারে ম্লান।


মহৎ সৃষ্টির দোয়ায়, মহান স্রষ্টার দয়ায়
পূর্ণতায় পূর্ণিমার উৎসারিত জ্যোৎস্নায়  
ভরাবে সে আমাদের ক্ষুদ্র ভবন
বাঁধভাঙ্গা আলোয় আলোকিত করবে তামাম ভুবন,
দেখে তা পুলকিত হবে আমার যুগল নয়ন।
সময়ের ব্যবধানে নিতে মোরে তিরোধানে
আজরাইল যখন  ধরবে জড়ায়
তখন আমি রইবো না আর এ ধরায়
‘আমি নেই’ মসজিদের মিনারে ধ্বনিত হবে খবর
তখন যেন সে আলোকচ্ছটা পৌঁছায় মোর কবর।