ধরণীর বুকে এসেছে এক অদৃশ্য দানব
হিংস্র থাবায় তার মরছে যে কত মানব!
মানে না সে কোন সন্ধি যেন সে অপ্রতিদ্বন্দ্বী
অসহায় মানুষজন হয়েছে তাই আজ গৃহবন্দী।
গ্রাম গঞ্জ থেকে শুরু করে বড় বড় টাউন
জীবন বাঁচাতে সবই হচ্ছে তাই লকডাউন।
ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে অষ্ট্রলিয়া
বেড়াচ্ছে সে দাপিয়া, পদপিষ্টে মানুষদের পিষিয়া।
বিশ্বব্যাপী দেখাচ্ছে সে তার দোর্দণ্ড প্রতাপ
মানুষ আজ বেহুষ ভাবে একোন অভিশাপ।
রাস্তা ঘাট হয়েছে ফাঁকা, দোকানপাট বন্ধ
ঘুরে না তাই কলের চাকা, ছড়ায় সে দুর্গন্ধ।
এ থেকে বাঁচতে ঢেকেছে সবে নাক,
সংক্রমণ এড়াতে সাবান দিয়ে ধুতেছে সব হাত
তবুও ধরতে সে কাউকে ছাড়ছে না;
আর মানছেও না কে কোন জাত।
কে বা প্রেসিডেন্ট আর কে বা প্রধানমন্ত্রী
কে বা শ্রমিক আর কে বা হেড মিস্ত্রী।
বোঝে না কে সেবিকা দেখে না কে ডাক্তার
নিরুপায় মানুষজন হচ্ছে তাই নির্বিকার।
ধরছে সে সবে, জানিনা বিদায় নিবে সে কবে?
রহম করেন যদি রবে, অবসান হবে তার ভবে।
তাই করে তোমার আরাধনা করি আল্লাহ প্রার্থনা-
“আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি
ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছয়্যিল আসাক্বাম”
(হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ
এবং সকল প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।- আমিন)