স্বপ্নচারী মন যে আমার
স্বপ্নে বিভোর
দেখে তারে কাটায় রাত
এসে যায় ভোর।


গোধুলী বেলায় যারে আঁকি
সন্ধ্যায় দেয় উঁকি
রাতের আঁধারে দেখায় বেশ
দিনের আলোয় শেষ।


আলো-আঁধারি স্বপ্ন আমার
কুয়াশাতে ঢাকা
ঐ তো দেখি তারে আমি
ছুটে দেখি ফাঁকা।


দুঃখ ভরা জীবন আমার
দারুণ বিভীষিকা
সুখ সন্ধানী মন যে আমার
সুখ যে মরীচিকা!