আল্লাহু আকবার, আল্লাহু আকবার
বাণী ঐ সুমধুর, ছুটে যাই দূর বহুদূর
শ্রেষ্ঠ মহান তিনি সৃষ্টি তার বিশ্ব জাহান
মুহাম্মদ (স.) প্রেরিত রাসুল তাহার
ডাকে ঐ বিহানের পাখি বারংবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।


এসো ভাই প্রার্থনার কাজে
এসো বোন কল্যাণের পথে
ধরণীকে কী অপরূপ সাজে
সাজিয়েছেন তিনি কী নিপুণ হাতে!
এ কাজে শরিক আছে কে আর;
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।


জেগেছে উত্তম ঘুমিয়ে তুমি অধম
খোলো বন্ধু তোমার আঁখি
ডাকে দেখো ভোরেরই পাখি
উষার দুয়ারে দিবাকরের আগমন
আলোয় আলোয় ভরাবে সে ভুবন।


দেখেছো কী স্নিগ্ধ প্রাতঃকালের প্রকৃতি;
দেখো মুগ্ধ করা তোমার আকৃতি;
সবই তাঁরই প্রদত্ত অফুরন্ত নেয়ামত,
আদেশ তাঁহার সালাত প্রতিষ্ঠার
লঙ্ঘনে তা জবাব কী সেই কেয়ামত?
বলি আমি তাই জাগো তুমি ভাই
আর নাহি ঘুমায় চলো যাই সেথায়;
রোজ বিহানের পাখি ডাকিতেছে যেথায়;
কৃতজ্ঞতায় মস্তকটারে সিজদায় লুটায়।