সুখ, দুঃখ আর আমি মিলেমিশে একাকার
এক সাথেই করিনু মোরা তিন তিনটি যুগ পার।
দুঃখ মোর কেহ না, তবুও সঙ্গী সর্বদাই
সুখ আমার অতি আপন, কিন্তু সৎ ভাই।
তার সাথে সখ্যতা আমার বেশ
আলোয় তার আলোকিত মোর পরিবেশ
হঠাৎ চারিপাশ অন্ধকার
লক্ষ করি অনুপস্থিতি তার
আসে যখন ফিরে ছোট্ট মোর নীড়ে
ধূসর মোর সংসার বর্ণিল হয় আবার।
তার চলে যাবার কারণ
বলে সে তা, মাতারই বারণ
মোর প্রতি তোমার ভালোবাসা
তাইতো বার বার ছুটে আসা।