রুদ্র গগন উষ্ণ পবন
বৈশাখে আজ অতিষ্ঠ জীবন।
খাল-বিল চৌচির,
ছেলে-পুলে অস্থির
বেড়ে চলছে তাপমাত্রা,
থেমে সব জীবন যাত্রা।
স্বরূপে ফিরেছে গ্রীষ্ম
হবে বুঝি সব ভস্ম।
জ্বলে পুড়ে ছারখার
হয়ে সব একাকার,
তেষ্টায় জীব কুল যেন আজ নির্বিকার।
পুড়ছে জনপদ জ্বলছে প্রকৃতি,
জীবন চলায় আজ স্তব্ধ গতি;
হলেই না বৃষ্টি তবেই না স্বস্তি,
করে মিনতি আমার এ আকুতি;
তাপদাহ থেকে দাও নিষ্কৃতি।
ওগো মোদের রব তুমি মোদের সব
দাওগো স্রষ্টা বৃষ্টি ব্যথিত সব সৃষ্টি,
তুমি রহমান কর মেহেরবান
দাওগো মোদের রহমতের দৃষ্টি।