অধীর অপেক্ষায় ছিলাম বৃষ্টি ঝরবে
হঠাৎ অপেক্ষার আকাশ ভেঙে
অঝোর ঝরে বৃষ্টি ঝরলো
আমি ভিজলাম খোব করে ভিজলাম
মাথা শরীর আপাদমস্তক।


অনেক দিন
অনেক ক্ষণ এমন হয়নি
অণুতে অণুতে এই পরম অনুভূতি
যেন ভোরের কচি ঘাসের শরীরে
শিশিরের মিলন প্রীতি।


এমনই একটা আপাদমস্তক উষ্ণ শান্ত প্রাণ হঠাৎ
প্রতিবাদী হয়ে ধায় রক্ত চক্ষু স্ফুলিংে
খেপে উঠে স্বাধীনতা হীনতায়
উঠবে-ইতো!
ক্ষেপে উঠে অভুক্ত উদরের রক্ত ক্ষরণের মত।


কেমন করে চোখে চোখ রেখে গলা হাঁকানো
শব্দে স্লোগান করল
বাংলা যুক্ত অক্ষরে ভারী ভারী স্লোগান
কানের ছিদ্র কাঁপানো স্লোগান
অধিকার কাকে বলে
বলে গেলো।


তার পর তার পর  শব্দ গুলো কালের গর্ভে
অন্তর্ধান হয়ে তার মৃত্যু হলো
অন্তর্ধান হয়ে গেল নিজস্ব আকাশে
অন্ধকার ঘরে
আর সবাই চেয়ে চেয়ে দেখলো
নীরব বক্ষ ছেদে নীরবে আর্দ্রতায় শুধু চক্ষু ভিজালো!
মুজাহিদ  চৌধুরী। লন্ডন। ১৩।৮।২০১৮