হৃদয়ফুল
অনেক দিন হয়না লেখা, লিখি না কবিতা
কোথায় খুইয়েছি যেন তারে, কাদা জলে গড়া
মাটির ঘাস ফুল
সুরভিত ভুবনে তুমি নন্দিত হৃদয়ফুল।
অন্ধকারে অন্ধ হয়েও চিনি তোমারে
ইন্দ্রিয় নাসিকা প্রতি রন্ধ্রে রয়েছ যে
তুমি মোর দেহে
দেখো কেমন বিশ ক্রিয়া গন্ধে আজ ছেয়ে গেছে অদৃশ্য
অশুভ ছায়া  
দম বন্ধ পরিবেশ শ্বাস নীতে আজ বড়ই কষ্ট হয়।  
হে মাটির তৃনমূল সবুজ ঘাস ফুল
কেউ যদি কেটে ফেলে তোমায়
অথবা রৌদ্রোজ্জ্বল তাপে মরে পুড়ে সব হয় ছাই
জানি ছয় শত ডিগ্রি তাপে ও জেগে রয়
তোমার শিকড়।
জেগে উঠো হে হৃদয়ফুল! তুমি কি ছিন্ন হতে পারো?
কেউ কেড়ে নিতে পারে না অনিবার্য বসন্ত
কেউ কি ঢাকিতে পারে প্রভাত আলো
তোমার আকাশ বাতাস মাটি অভিকর্ষ নিয়ে তুমি বিস্তৃত।
লোকালয় হতে জেগে উঠো।
নূতন মেঘে আসুক ঝড়
বৃষ্টির নহরে ধুয়ে ফেলো সব কলুষ
তোমার দেহে প্রসারিত হোক নূতন কুড়ি।
মেলে দাও ডানা, করো শাখায় শাখায় দোল
অঙ্কুরিত করো বীজ ,প্রস্ফুটিত করো ফুল
আবারও সুরভিত হোক সুভাষিত হোক হে মোর হৃদয়ফুল।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ২১।১০।২০১৯।