ইচ্ছা করে রুক্ষ রোষে জড়িয়ে ধরে
তোমায় আমি মুক্ত করি।
ইচ্ছা করে অগ্নি গর্ভে প্রবেশ করে
আলো গুলো ছিনিয়ে আনি।
ইচ্ছা করে অহংকারের প্রাসাদ গুলো
গুঁড়িয়ে দেই।
ইচ্ছা করে চিৎকার দেই।
ইচ্ছা করে ঘুমিয়ে পড়া লোক গুলোকে
জাগিয়ে দেই
ইচ্ছা করে বাস্টাইল (Bastille)এর উদাহরণ হই।
মুজাহিদ চৌধুরী। লন্ডন।১৫।৭।১৯১৭।