মুষ্টিবদ্ধ হাত খোলে দেখি
কে যেন তুলে দিল আমার গায়ে
জামদানী শাড়ির আঁচড়।
আমার কিন্তু তখনও মাস্তুলে হাত,না হয় শিকল বেয়ে
গায়ে ঝরে গাম,গন্ধ ।
জীবন মস্কারা করা ছাড়া কিছুই নয়
জিনসের পেন্ট পরে ফ্যাশন করে
এগিয়েছে অনেক মিটেছে ক্ষুধা,খুঁজেছি অকুস্থল।
কিসের দায় আমার
কিসের রোষ এটা যেন জোস।
মাথার উপরে বোম,বন্ধু হেসে বলে
পাইলট নাকি লাল রক্তের উপর দাঁড়িয়ে
লাল ফ্ল্যাগ উড়িয়ে মহত্ম দেখায়।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১।৫।২০১৭।