তুমি এ কোন অধরা নদী
শুধু বয়ে চলো গভীর স্রোতস্বিনী
পাশে থেকেও দেখ না ধুধু বালু চরে
অধীর উৎকণ্ঠায় আমি জ্বলে পুড়ে মরি।


যে দিন আমায় জড়িয়ে ছিল মেঘে
ধুয়ে ছিল বৃষ্টির জলে
সেই থেকে আজো বদি
মেঘে মেঘে যেন তুমার কোলে ঘেঁষা ঘেঁষি।


নিশীথ রাতে একাকী আকাশে দেখি  
খসে পড়া তারা  
তোমার অন্বেষায় কিসের আশায়
শুধু নয়নে ঝরে অজর জল ধারা।


এত দিন পরও আমিতো আমিই আছি
জানাবে কি তুমি কোথা
যদি চাও দেখে যেও কেমন আছে
আমার বুকের পথ হারা তোমার এ বসুন্ধরা।  

মুজাহিদ চৌধুরী।  লন্ডন। ১০।৫।২০১৭