অর্থ,অলংকৃত অট্টালিকা,দ্রুত যান
প্রাচুর্যপূর্ণ বিলাস বহুল জীবন থেকেও
যদি নিবিড় সান্নিধ্যের অপেক্ষায়  
কাঁদে প্রাণ,তৃষ্ণায় শুকায় বুক।


যদি আকাশ নামে মেঘে ডাকা সন্ধ্যায়
যদি কিরণে গলেনা তুষার , গতি হয় ধীর  
যদি পাখি টা পায় না স্পর্শ  
থাকে তার একা নিস্পন্দ নীড়।


যদি স্বচ্ছ আকাশে গভীর রাতে
মাধুরী মাখা চাঁদ নামে হেসে হেসে  
ভরা জুথস্নায়  
সময়ের তাড়নায়  
কারো বসিবার থাকে না সময়।


যদি চোখ তার সৃষ্টির অপরূপ রূপ  
দেখিল না চোখ ভরে
মনোরম বাতাস ম্রিয়মাণ ঘাস  
বাতাসে দুলিতে দেখিলনা রোমাঞ্চিত মন।


যদি আঁখি ভরে দেখিল না বিস্তৃত
মুক্ত পক্ষীকূল
কিলবিল রবে পাখা নেড়ে
কেমনে ছুঁয়ে যায় আকাশের নীল।


যদি জীবন হয় এমন
শুধু ঘড়ির কাটায় কাটায় গড়ায় ভোর  
দিন দুপুর রাত সন্ধ্যা ভর
এ কেমন জীবন।


মুজাহিদ চৌধুরী।লন্ডন।১৮।১১।২০১৪।