বিশাল আকাশের নিচে
প্রত্যয়ে বেধেছি বুক
দেখা হবে হেথায় আবার ।
ঘুম হয়না আগের মত
অবচেতন আমি
শুনি শিয়ালের চিৎকার ।
জেগে উঠি
দেখি,শিয়াল দাড়িয়ে  
নদীতে ভাসমান লাশ  
প্রথম এক, তার পর আর এক
তার পর অগণিত যুদ্ধাহত ।
ধর্ষিতার বিকৃত লাশ
ফুলে উঠা শিশুও সাথে
ঘুম আর হয়না শীৎকার লাগে ।
শকুন দেখি খামচিয়ে নিচ্ছে
লাশের অংশ
বিধ্বস্ত আমি ।
বিছানা নয় বালিশ নয়
হাতড়িয়ে দেখি আমিও তাদের সাথে
শকুন বসেছে আমার বুকে !
মুজাহিদ চৌধুরী।২২।১১।২০১৪