এখানে লংলা পাহাড়ের মত গা বেয়ে  
সূর্য উদয়ের আভা নেই
নেই সুবর্ণ কুয়াকাটার নমিত সূর্যের
অস্তগামী সোনালী হাতছানি ।


নেই দুয়েলের ঘরে ফিরার টান  
নেই গৃহ বঁধুর পালিত পশু
ঘরে তোলার ব্যাকুলতা ।


নেই হিল্লোলিত সোনালি ধানের মাঠ  
নেই পুকুর পাড়, নুয়ে পড়া গাছের ডালে  
চঞ্চল মাছরাঙার রঙিন পালক দোল ।


নেই বাঁকা চাঁদের পূর্ণতার উষ্ণ পিয়াস
নিস্তব্ধে অন্ধকার নিশি ভেঙে মিটিমিটি
হাসে না  জোনাকির আলো  ।  


বিচ্ছিন্ন শত প্রশ্নের ভিড়ে বোধে আসেনা কিছু  
এই শীতের শীতার্ত রাতে শুধু  
নীরবে রূপালী দিনের স্মৃতি কথা কয় ।


শুধু চোপে চোপে বাংলার কবিতা ভাসায় বুক  
ক্লান্তির ঘাম মুছে প্রজাপতি পাখা মেলে শেষে
কবির বর্ণমালায় জেগে উঠে লজ্জাবতীর মুখ ।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ৮।১২।২০১৪