ক্ষণে ক্ষণে ভাসে  
কোন এক প্রহরের রাশি রাশি রোদ
ঠোটের কোণে আবৃত
পুলক প্রবাহের স্পর্শ-সুখ।
এই সব সুখচিত্র দেখে ছিল শুধু
দেয়ালের ছবি
স্থির চিত্রে মেলে রাখা চোখে।  
যেখানে আজও স্বপ্ন হাসে    
রোজ রোজ ঘোর নিদ্রা-ঘুমে
সুখের জ্যোৎস্না রাতে।  
ভাবি এই সব দিনের স্মৃতি    
শাখা ভাঙা ঝড়ে
ঝরে পড়ে কিনা অকারণে।  
সবুজে ঘেরা মন  
এই আনন্দ লোকে স্বপ্ন-সুখ নিরন্তর    
স্থির চিত্র উকি দেয়  
ফুল ও ফুটে নূতন শাখায়।
এই  রুক্ষ পাথর দেয়ালের গায়ে  
যত যত স্মৃতি কথা গেঁথে রাখা
কখনও কি হয় মনের আড়াল।
যেখানে সংযোগ বিহীন স্থবির সব মানুষের
শব্দহীন অবস্থান  
অথচ তুমি কেমন করে রয়েছ বিরাজমান।
মুজাহিদ চৌধুরী।লন্ডন।১২।৩।২০১৫