তুমি এত করো তুমি এত সহ
তুমি এত হাসো তুমি এত হাসাও
তুমি এত গড়ো
তুমি রঙে রঙে রঙিন করো
তুমি কি শুধু আমার চোখে বসত করো।


তুমি বিন্যাস করো নিঃসৃত করো
তুমি শৃঙ্খলিত করো এত
তুমি বিরাজমান সর্বত্র তুমি এত শান্ত  
তুমি কি শুধু আমার চোখে বসত করো।  


আস্তরণে নেই কিছু ঢাকা
সবই যেন দেখি  
তোমার অস্তিত্ব আকাশের আবরণ  
কোথাও নেই গোপন
তোমার কথা ভাবতে গিয়ে ভাবি যে আরও
তুমি কি শুধু আমার চোখে বসত করো।
  
নিরন্তর থাকো তুমি
তন্ময়ে আমি
ক্ষণ যায় দিন যায়
রাত্রি যতই ঘনায়
নিঃশ্বাসে লই আমি তোমার ঘ্রাণ  
পারাবতে চলি আমি শূন্য বাতাসে  
তোমার বসতি কি শুধু আমারই সাথে।


মুজাহিদ চৌধুরী । লন্ডন ।১৫ । ৫ । ২০১৫