এবারের রমজান হোক বিশ্বময়
প্রতিহিংসা মুক্ত, মানুষ জবাই মুক্ত,পাপ মুক্ত
সবাই বেচে থাকার অধিকার পাক
বিবেক জেগে উঠুক প্রতি হৃদয়ে
ভিতরে বিষাক্ত সাপের হোক মৃত্যু।


আজ যা দেখি প্রভু তা কি হবার ছিলও
পাপের বুজা ভারি তাই তো রক্তের ছড়া ছড়ি
শুধু নির্বোধ আমি, তাই আমি সয়ে সয়ে দেখি
আর প্রশ্ন করি, আজ যারা দেখার তারা দেখেনা
আমি কেন দেখি।


শক্তি দাও প্রভু
তোমার সব সৃষ্টিতে বিশ্বাসীদের
সেই সৃষ্টির বিস্তৃতি হোক ভেবে
কপাল মাটিতে রেখে প্রত্যয়ি হোক
জেগে উঠুক আমাদের বোধ
আমরা মানুষ প্রভু, আমরা তোমার দাশ
তুমি ক্ষমা কর মোদের ভ্রান্তি,ক্ষমা কর সব পাপ।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১৭।৬।১৫