পৃথিবী তোমার রূপ লুকিয়ে রাখ আজ
মুগ্ধতায় আর ভুলিয়ে রাখনা আমায়।
ভিতরের সঞ্চিত সাধনা আজ তাহার
আরাধনায় আপ্লুত,আমার নেই কোন অস্তিত্ব।
আপ্লুত হৃদপিন্ড তাহার খোজে
দৃস্টির শেষ সীমানা পেরিয়ে আমি
তাহার দ্বার প্রান্তে,মগ্ন মন তাহার খোজে।
ক্ষমা কর মোরে
নন্দিত সাগর দোলা,কাকলি কল্লোলিত সমীরণ
ভাবি না, সর্ব ইন্দ্রিয় বন্ধ আজ ছিড়ে সব বন্ধন
সৃষ্টির রাণী আমার রমণী বন্ধ কারাগারে।
মুজাহিদ চৌধুরী।লন্ডন।২৯।৬।১৫