ছায়া নীড়ে শীতের অভ্যস্ত গা জড়ানো
নরম গরম কুইল্ট আজ দূরে
বিষণ্ণতা আজ ঘুমে।


কোমল বাতাসে
রোদের তাপ গা জড়িয়ে মন বলে
আবহ বাংলার খোলা মাঠে
শিউলি শিরিশ তলে বাঁশি বাজাও।


নিয়তির এমন বিচার
কৃষ্ণ চুড়ার লাল রঙ শিউলির সুভাস
উষ্ণ বাতাসের কোমল গা ছোঁয়া বাংলার বাতাস
সময়ের ব্যবধানে একেবারে ঊহ্য
ইংরেজ আবহাওয়াতে আসবাব পত্রে অভ্যস্ত আস্ত ইংরেজ।


মধ্যাহ্ন স্বচ্ছ আলোয় পার্ক বেঞ্চে বসে দেখি
নীল আকাশে যেন চিল উড়ে
মনোরমা সবুজ ঘাসের সযত্নে গড়া গালিচা
অপূর্ব অজস্র পুষ্প রাজি
পার্ক পুকুরে বুনোহাঁস খেলা করে
শান্ত জল পুষ্পের বাহার
ধাঁধা লাগে চোখে।


স্মৃতির পাতা ছিঁড়ে
বিশাল টিউলিপ গাছ উকি দেয়া
ঘন সবুজ পাতায় ঘেরা মাথা
নুয়ে নুয়ে আমায় ছায়া ধরে
বলে, এখানে অনেক আসে অনেক বসে
কেউ ফিরে কেউ ফিরে না আর।  


মুজাহিদ চৌধুরী। লন্ডন। ৩০।৬।২০১৫