বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
নিত্য তুমি ভেজা মাটির উর্বর গাছের
ধান ফসলের নবান্নের প্রথম ঘ্রাণ।


নিত্য তুমি ধমনির রক্তে আছো
নিত্য তুমি অণুতে বসে গল্প বল।


নিত্য তোমার বজ্র কণ্ঠে আকাশ ফাটে
নিত্য তোমার শূন্য ছায়ায় শুন্যতায়
ডুকরে কাঁদে।


নিত্য তুমি জেগে আছো সবুজ গাছের
ছন্দ দোলায়
নিত্য তুমি জেগে আছো বর্ণালী রঙ
বৈশাখী ভোরের আবির রেখায়।


নিত্য তুমি জেগে থাকো
যুক্তাক্ষরের বর্ণমালায়
নিত্য তুমি বহে চলো
লিখনির ঐ ঝর্ণা ধারায়।


নিত্য তুমি জেগে আছো বাংলা নামের
পুণ্য ভূমির ধূলি কণায়
নিত্য তুমি জেগে রবে কণ্ঠে কণ্ঠে
আমার ভাষা বাংলা ভাষায়।


মুজাহিদ চৌধুরী।লন্ডন।১৫।৮।২০১৫