শীতের মৌসুমে দেখি বসন্ত বাড়িয়েছে হাত
যেন মরা গাছের ডালে কচি সবুজ কুড়ি
জন্ম নিলো অকস্মাৎ।
চঞ্চল প্রাণে দুতলা সিঁড়ি বেয়ে
চেয়ে দেখি বর্ণে লাল বৃহৎ চাঁদ।
একাই উকি দিয়ে প্রেম জাগায় আপন মনে
বর্নাট্য বাহারে যেন সেজেছে অনন্য প্রাণে।  
একাই দাঁড়িয়ে সে রূপের মহার্ঘে কেমনে    
কেড়ে নেয় সহস্র নয়ন।
জ্যোৎস্নার জলসায় ক্ষণে ক্ষণে উপচে পড়ে
নদীর বাধ ,সাগর ঢেউ জাগায় কাকলি ছড়ায়ে।
এতো দিন পর স্বর্ণ শিখা রূপসী চাঁদ তুমি
উপচে পড়ো আমার গায়।
জানো কি তোমার মাধুর্যে, তোমার সৌন্দর্যে
এতই বিমুগ্ধ আমি, শুধুই সাধ জাগে
সহস্র রাত জেগে থাকি তোমার পাশে।
মুজাহিদ চৌধুরী। লন্ডন। ২৯।৯।১৫