আমি বিজয় দেখেছি
দেখেছি মৃত্যুর উপত্যকা
দেখেছি কান্নায় মূক বধির আধারে মৌনতা
বিলাপ কান্না মাতৃহারা পিতৃহারা ভাতৃহারা
বুকের ধন আদরে প্রাণ উধাও নিরুদ্দেশ,
উল্লাস মাখা মুক্তিযোদ্ধা ফিরে পাওয়া
আমার বাংলাদেশ।
আকাশের চাঁদ নক্ষত্র নেত্র খোলে দিয়ে দ্বার
মাটির সবুজ চারা গাছ আজ ছেড়েছে নাভিশ্বাস।
শিকায় শূন্য ঝুলন্ত পাত্র ক্ষুধার্ত হাহাকার
চুলায় নেই আগুন পাকস্থলী ব্জলে
চোখে অন্ধকার
আমি বিজয় দেখেছি তাদের বুকে,
উল্লাস মাখা মুক্তিযোদ্ধা ফিরে পাওয়া
আমার বাংলাদেশ।
রণাঙ্গনে নারী বাহক সেজেছে, যুদ্ধ করেছে
লাঞ্ছিত হয়েছে বার বার
ফিরেছে তারা বীর বেশে দুর্দান্ত দর্পে,
আমি বিজয় দেখেছি তাদের রক্তে
উল্লাস মাখা মুক্তিযোদ্ধা ফিরে পাওয়া
আমার বাংলাদেশ।
যারা কাটিয়েছে অনিদ্রা রাত্রি পর রাত্রি
স্বজন হারানোর ব্যথা ধু ধু ক্লান্তি দুচোখ জোড়ে
মানুষ রুপি হিংস্র দানবের
আমি বিজয় দেখেছি তাদের বুকে
উল্লাস মাখা মুক্তিযোদ্ধা ফিরে পাওয়া
আমার বাংলাদেশ।
সুনীল শিশির ধবল-মতি বাংলার কিশোর কিশোরী
ভয়ে ভিত প্রতিরোধে হয়েছিল বাকরুদ্ধ
নীরবে দেখেছিল হানাদারের তাণ্ডব
বিজয় দেখেছি তাদের কণ্ঠে ।
উল্লাস মাখা মুক্তিযোদ্ধা ফিরে পাওয়া
আমার বাংলাদেশ।
মুজাহিদ চৌধুরী । ০১।১২।২০১৬ । লন্ডন ।