মৌসুমি দিনটিও কি লুকিয়ে যাবে ধোঁয়ার নীচে
ভোরের পাখীরা কি গাইবে না প্রভাতী কোলাহল মুখর গান
প্রাণী গুলো কি চোখ তুলে আল ঘরের পথ পাবে না খোজে
সবুজ তৃণের শিশির বিন্দু কি অকালে শুকিয়ে ধুলো মেখে
সবুজ গাছের জীবন হবে বিপন্ন ?


সত্যি কি প্রাণী কোলের দুগ্ধ মাতা অরণ্য সুন্দরী
যেখানে অগণিত প্রাণী কোলের আবাস শিকড় বৃক্ষাদি  
সবুজ প্রাকৃতিক বন্ধন হারাবে তার রূপ নন্দন
হারাবে তাদের আপন ঠিকানা সবুজ সুন্দরবন ।


না বন্ধু, মানি না! আমরা মানব সন্তান আমরা সৃষ্টির সেরা
আমরা কেন হন্তা হবো, আমরা প্রকৃতি প্রেমী
আমার মন বলে প্রাণ বলে বাচার অধিকার সবারই সমান
যত দিন বেচে রবে সুন্দরবন,বেচে রবে অগণিত প্রাণ
তাই চাইনা রঙিন জীবন লাল নীল বাতিঘর আধুনিক জীবন
তোমার জন্য হে সুন্দরবন।


মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১০। ৮। ১৬ ।