বলতে বলতে অনেক কথা হলো বলা
আসল কথা রয়ে গেল এই
শেষ  বিকেলের বেলায়।
নিশি হল, রাত ঘনাল
হঠাত করেই বলতে গেলাম তোমায়
স্পর্শে দেখি ঘুমিয়ে গেছো তুমি।
কি আর করি
বাইরে দেখি চাঁদটা যেন
আমার দিকে তাকিয়ে আছে একা।
বলতে গেলাম চাদের কাছে
তুমি কেন চেয়ে আছো  
এমন তরে আমার চোখে চোখে।
চাঁদটি বলে
নীরব রাতে একা একা
আমার কানে কানে
তুমি আমি এতো কাছাকাছি।
বলতো দেখি
তোমায় আমি একা রেখে কেমন করে
অন্ধকারে ডুবি ।
মুজাহিদ চৌধুরী। লন্ডন।২৬।৮।২০১৬