আমি এক দিন চলে যাব রেখে যাব কি?
কথা মালার মাঝেই তোমার জানার ইচ্ছা, এইতো?
শুনো তবে, যেদিন আমি চলে যাব
রক্ত চলা প্রাণের স্পন্দন স্তব্ধ হবে
পড়ে রবে নিথর শরীর,অচল হবে চঞ্চল জোড়া চোখের পাতা।


কাঁদবে যারা কাছের মানুষ
দেখে আমার পাংশু বর্ণ রক্ত জমাট মুখ
হয়ত কেউ অশ্রু মেখে মুখ ভেজাবে
হয়ত কেউ ভাঙা বুকে হাত চাপাবে  
তবে রেখে যাব কিডনি জোড়া, জোড়া চোখ  
কারো জন্য
তাতে কিন্তু বাধা দিও না।


সব পৃথিবী রেখে যাব তোমার জন্য
আলো রবে,অন্ধকারে স্বপ্ন রবে,গোলাপ ফোঁটা গন্ধ রবে
মধুর সুরে পাখি গাইবে, মৃদুল হাওয়ায় নদী বইবে
সাথে রবে অনাদৃত প্রাণ গুলোও
দেখে নিও পরখ করে আমার চোখে
জানতে চাইব হয়ত সেদিন দেখা যদি পাই
জানতে চাইব আমি ছাড়া পৃথিবী টি কেমন ছিল, এই-ই।
মুজাহিদ চৌধুরী।লন্ডন।১৬।১।১৭।