-:অণুকাব্য-১০৫৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
২০২৩ শহীদুল্লাহ হল,আমাদের হৃদয়ে করে জ্বল জ্বল,
আমি আর শরীফ মূরতজা ছিলাম এই রুমে,
১৯৭২ থেকে ১৯৭৪ সালে,কত স্মৃতি,কত প্রীতি, সকালে বিকালে,এ রকম আবাসস্থল পাইনি ভূমে।
সুদূর কানাডা থেকে মূরতজা এসে বলে,রুমের সামনে তোর সাথে ফটো তুলিতে আমি এসেছি চলে;
কেটে গেছে ৪২ বছর,এখানে আসিতে কাঁদে অন্তর,ভুলিতে
পারিনা রুমের নম্বর,জগরণে বা ঘুমে।
রচনাকাল:-
ঢাকা ২২/১০/১৮
রাত৫-৫০