বাংলা ফালাকু-২০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
শাসনের নামে করে শোষণ,২২ পরিবারে লুটেপুটে খায়,তাই তো জনগণের ঘুচেনা অভাব,
তোমরা সবাই হও এক জোট,আওয়ামী নৌকায় নির্দ্বিধায় দেও ভোট,ত্যাজো ক্ষমার স্বভাব;
এত রক্তের বিনিময়ে,কেনো মোরা স্বাধীন হয়ে,হচ্ছি শোষণের শিকার,বঙ্গবন্ধু দাও জবাব!
এটাই কি ছিল তোমার স্বপ্নের বাংলাদেশ,২২ হাজার পরিবারে গরিবেরে করিছে নিঃশেষ,
নব্য শোষকের ঘটিছে উন্মেষ,গর্ভের শিশুও নহে নিরাপদ,মানুষ হয়েছে শ্বাপদ, নাই ইতর বিশেষ;
পাঁচ বছরের শিশু থেকে আশি বছরের বুড়ি,হচ্ছেধর্ষিতা, হত্যা,গুম,রাত নির্ঘুম,আহা বেশ, বেশ, বেস!
রচনা কাল:-
বরিশাল২৮/০১/১৮
বেলা ১২-৪৫