-: অনামিকা-১১২:-
মোহাম্মদ আলী চৌধুরী।
এ দেশের কত দুখু মিয়া,মুকুলেই যায় ঝরিয়া,হইতে পারেনা
ফুল,
কাজী রফিজুল্লাহ দারোগা,দুখুকে দেখিলেন রোগা,দুখু পেলো কূল।
বাবার আদরে,অতি সমাদরে,ভর্তি করালেন দরিরামপুর হাই
স্কুলে;
নিজের প্রচণ্ড চর্চায়, গড়িয়া তুলিলেন হায়,নিজেকে বিদ্রোহী
কবি নজরুল।
রচনা কাল:-
ঢাকা১৮/০৬/১৭
রাত ৯-২০-০০