: রুবাইয়াত ই আলী-১০১:-
মোহাম্মদ আলী চৌধুরী।
আমার যৌবনকালে, আমারে অবহেলে, সারাদিন করে
এবাদত,
যাহাতে বেহেস্তে যায়,সেখানে গিয়ে যেনো আমারেই পায়, আলবত।
বিবাহিত বা অবিবাহিত সব পুরুষই বেহেস্তে গেলে,সত্তরজন করে পাবে হুরপরী ;
কুমারী মেয়েরা কেন কিছুই পাবে না,এ কেমন ন্যায় বিচারের
আলামত।
রচনাকাল:-
ঢাকা১৯/০৬/১৮
বেলা ৪-৪৯
মমানুবাদ:-
Ignoring my prime of life,my religious wife,prays for the whole of night and day,
For getting me in heaven,as the expression she has given,I heard in hearsay.
All the married and unmarried men,will get in heaven,
at least seventy number of Hurs or Paris;
What will be given,in heaven,to the maidens,when everybody will get partners and remain in gay?
রচনাকাল;-
ঢাকা২০/০৬/১৮
রাত ১-৫০