-: বাংলা লতিফা -৬৮:-
আদর্শের ভাষণঃযৌন নিপীড়ন।
মোহাম্মদ আলী চৌধুরী।
সব লোকের আকর্ষণ,৭ ই মার্চের ভাষণ,প্রকাশ্য দিবালোকে,
মিছিলের মাঝ থেকে,সোনার ছেলেরা ঘটায় নারী নির্যাতন।
নেতাদের নিরাপত্তা করিতে নিশ্চিত, উপর থেকে আসিল ইঙ্গিত,
তিন স্তরের নিরাপত্তা বলয়,গড়িতে সমর্থ হয় পুলিশ প্রশাসন।
দেখিয়া একটি মেয়ে রাস্তার ধারে,আদর্শের সৈনিকেরা হামলে পড়ে,ধারের পুলিসেরাও যায় দূরে সরে,দাড়িধারী একজন এগিয়ে আসে,
মেয়েটিকে করে উদ্ধার, কীইবা করিবে আর,থামিয়ে চলন্ত বাস,
ছাড়িয়া দীর্ঘ নিঃশ্বাস, আলুথালু বেশে,একেবারে অবশেষে, তুলে দিল বাসে।
ঘটনা ফেসবুকে হইলে প্রচার,তৎপর হলো আগোছালো সরকার,
স্বরাষ্ট্র মন্ত্রী কহে,আর অবহেলা নহে,এবার সি সি ক্যামেরা দেখে
হইবে বিচার,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,দেখুন কত বড় আহাম্মক,
বলে আমারা ছিলাম মঞ্চে,সভায়,রাস্তার ঘটনায় দলের কী দায়,
দলেরই তো সরকার!
রচনা কাল:-
ঢাকা ১১/০৩/১৮
রাত১০-১০