-: বাংলা ফালাকু-২ ৯:-
মোহামদ আলী চৌধুরী।
বঙ্গবন্ধু, এ কেমন আজব দেশ তুমি করিলে স্বাধীন,
যে দেশে থাকিতে চাহেনা তোমার আপন নাতি ও নাতিন;
হত্যা,ধর্ষণ,চাঁদাবাজি ও গুম,কাড়ে রাতের ঘুম, প্রতিদিন।
শান্তি রক্ষার তরে,সব রাজাকার ধরে,ছেড়ে দিলে পরে, যাতে সবে মিলে,গড়ে দেশ, আচ্ছা,
বড় রাজাকার,ভুট্টোরে আবার,আনিয়া দেশে,পাকিস্তানি পতাকা তুলে,সব ভুলে, খাওয়ালে লাচ্ছা;
তোমার চামড়া তুলিতে চেয়েছিল যে মতিয়া,সে সবারে গালি দেয় বলে রাজাকারের বাচ্চা।
রচনা কাল:-
ঢাকা২৬/০৪/১৮
রাত১০-২৫