-: বাংলা ফালাকু-২২:-
          মোহামদ আলী চৌধুরী।
উচিৎ এখনই ভাবা,সন্তানের মা ও বাবা,সন্তানেরে ভবিষ্যতে কী বানাতে চান,
সৃজনশীল সার্থক মানব,না ক্যাডার সর্বস্ব দানব,নেত্রীর প্রিয় শামিম ওসমান;
কিনে দেই খেলনা নাইন শ্যুটার গান,পরীক্ষার রাতে, প্রশ্ন জোগাতে টাকার বহাই বান।
হুমায়ূন আহমেদ আর জাফর ইকবাল,জাগিয়েছেন মেধা ও মনন,বই পড়ে কাটিয়েছেন শৈশবকাল,
ছোট কালে পড়েছিলেন হৈটি টৈটি,বহু খুঁজেও শেষে পাননি সে
বইটি,এ দেশে বইটির পড়েছিল অকাল;
মুক্ত রাখিতে ইয়াবার নেশা,অতি প্রাপ্তির নির্ঘাত হতাশা,হাতে তুলে দেন,হৈটি টৈটির মত মাল ও মশাল।
রচনা কাল:-
বরিশাল৩১/০১/১৮
বেলা১০-২৫