-: বড় কবিতা-১৬:-
-: মৃত্যুর মন্দিরে: হয়ে আছি বন্দীরে:-
মোহাম্মদ আলী চৌধুরী।
একেতো হৃদরোগ তার উপরে গ্যাস,
মনে হলো এইবার সব বুঝি শ্যাষ।
ব্লাড সুগার বেড়ে গেছে,প্রেশার গেছে কমে,
টানা টানি শুরু হলো শালি আর যমে।
বাকরুদ্ধ বিছানাতে পড়েছিনু দুই দিন,
মাঝে মাঝে অচেতন, হতাম সংজ্ঞাহীন।
এক মাত্র পুত্র মোর ছুটে গেল বরিশাল,
একটু চেতন হলে, ঢাকায় নিয়ে এলে গতকাল।
ডাক্তার জামাইরের তত্বাবধানে,বাসায়ই শুয়ে আছি সাবধানে,
ফেসবুকে ও ফোনে নাই,রটে গেছে তাই,মরে গেছে,সবখানে।
এখন নাই আর নূতন কোন অসুবিধা, কথা বলতে গেলে আসে
প্রচণ্ড কাশি,
বন্ধুদের জানাই আমি করজোড়ে,বলি আমি মৃদু স্বরে,এখনও আমি বেঁচে আছি।
সন্ধ্যায় প্রেশার মেপে,জামাই উঠল কেঁপে,এখনো কাটেনি ভয়,
প্রেশার কম অতিশয়,
তোমাদেরে ছেড়ে যেতে মন নাহি চায়,তবুও জানিয়ে রাখি শেষ
বিদায়, যদি কিছু হয়।
রচনা কাল:-
ঢাকা,২১/০৫/১৭
রাত,৮-৩০
★দয়া করে আমার অবস্থা জানতে কেউ টেলি ফোন করবেন না বা মেসেজ পাঠাবেন না।এ পোস্টে মন্তব্য করবেন।দোয়া করবেন।ভালো হলে আমি দেখবো।