-: উপলব্ধি-৮৬৮:-
ক্ষুধার দায়ে কেহ যদি চুরি করে খায় রুটি,
তাহলে চোরের নয় কাট রাষ্ট্র প্রধানের হাত দুটি।
কারণ রাষ্ট্র প্রধান যদি,ঠিক মত খাদ্য করত বণ্টন;
তাহলে রাষ্ট্রে থাকিতনা কোনো প্রকার অভাব অনটন।
রচনাকাল:-
ঢাকা ২৬/১১/১৮
★এ কথাটা ইসলামের চতুর্থ খলিফা হরত আলীর বাণী।