-: রুবাইয়াত ই আলী-১০৪:-
মোহাম্মদ আলী চৌধুরী।
" তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে আমি মরি,
তোমারে ছাড়িয়া, মসজিদে গিয়া, কী হবে নামাজ পড়ি।"★
আমিও যে নিত্য,শুদ্ধ করিয়া চিত্ত,তোমারে খুঁজিতে মসজিদে যাই;
দেখা নাহি পাই,দেখি সব ভণ্ড,চালায় ভ্রহ্মাণ্ড,পাজামা পাঞ্জাবি পরি।
মমানুবাদ:-
I, along with you, may forget the destination and die
in the burnt desert,
What will be the benefit to go to mosque and pray without you in the heart!
I used to go to mosque in holy heart in search of
the almighty allah;
I see with surprise,that the pretender in disguise, rules
the earth on his part.
রচনাকাল:-
ঢাকা১০/০৮/১৮
রাত৮-৫৫
★৬০ বছর আগে সৈয়দ মুজতবা আলীর বইয়ে পড়েছি।মূল মনে হয় হাফিজের।