-: বাংলা লতিফা- ১০ ৬ :-
মোহাম্মদ আলী চৌধুরী।
" আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি
ভুলিতে পারি?"
আব্দুল গাফ্ফার চৌধুরী,এসে দেখে যাও ঘুরি,বাংলা হরফ ভুলে
গেছি কত তাড়াতাড়ি!
উর্দু হরফে বাংলা লিখাতে,একই কুবুদ্ধি শিখাতে,চেয়েছিল
পাকিস্তানি সরকার,
" রাষ্ট্র ভাষা বাংলা চাই,"স্লোগান দিল সব ভাই,বাংলা হরফ
আছে একান্ত দরকার।
যুক্ত বর্ণ লিখিতে কষ্ট,এই অজুহাতে সব নষ্ট,করিছে আঁতেলেরা
ইংরেজি হরফে বাংলা লিখিয়া;
বাংলা ও ইংরেজি দুটোই ভুলেছে,শিক্ষা দীক্ষা ছিকায় তুলেছে,
অনর্থক এই বাংলিশ শিখিয়া।
রচনাকাল:-
ঢাকা৩০/০১/১৯
রাত১১-১৫